আমেরিকায় রাহুল দ্রাবিড়ের সঙ্গে জয় শাহের বৈঠক ঘিরে জোর জল্পনা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ আগস্ট ২০২৩: আমেরিকায় কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে বিসিসিআই (BCCI) সচিব জয় শাহের (Jay Shah) বৈঠক ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। সামনেই এশিয়া কাপ। তারপরেই বিশ্বকাপ। তার ঠিক আগে এই বৈঠকের সারমর্মের খোঁজে ব্যস্ত ক্রিকেট মহল।
কারণ, এখন পর্যন্ত বৈঠকের বিষয়বস্তু সেভাবে প্রকাশ্যে আসেনি। মনে করা হচ্ছে বিশ্বকাপ হতে চলেছে কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষায় পাশ না করলে কোট হিসাবে তাঁর ভবিষ্যৎ সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।