চলন্ত ট্রেনে শুট আউট, পর পর মৃত্যু

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ আগস্ট ২০২৩: সোমবার ভোরে জয়পুর-মুম্বই এক্সপ্রেসের (Jaipur-Mumbai Express) বি-৫ কামরায় শুটআউটের ঘটনা ঘটে। আরপিএফের এক এএসআই ও তিনজন যাত্রী, মোট ৪ জনকে গুলি করে হত্যা করে এক আরপিএফ কনস্টেবল চেতন শর্মা। গুলি চালিয়ে পালানোর সময় সে ধরা পড়ে যায়। প্রাথমিকভাবে, মানসিক অবসাদ থেকে সে এই ঘটনা ঘটিয়েছে বলা হলেও নিহত যাত্রীদের সবাই মুসলিম হওয়ায় তার অন্য অভিসন্ধি ছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। #Jaipurexpressfiring