
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ মার্চ ২০২৪: নো রোড নো ভোট। লোকসভা নির্বাচনের আগে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের জামগড়া এলাকায়। প্রায় এক বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে প্রায় তিন কিলোমিটারের একটি রাস্তা। রাস্তাটি বসে যাওয়ায় জল জমছে। বিপাকে পড়ছেন এলাকার মানুষ। ইসিএল থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাদের বলার পরও কাজ হয়নি।
স্থানীয়রা জানান, মাঝে একবার পথশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েছিল। কিন্তু সেই রাস্তার কাজ মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। প্রতিবাদে আসানসোল লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা পান্ডবেশ্বর বিধানসভার এই অঞ্চলের ২০৯ ও ২১০ এই দুই বুথের বাসিন্দারা এবার ভোট বয়কটের ডাক দিলেন। নো রোড নো ভোট, স্লোগান লিখে দেওয়া হয়েছে এলাকার দেওয়ালগুলিতে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
প্রায় হাজার পাঁচেক মানুষ এই অঞ্চলে বসবাস করেন। প্রায় তিন হাজার ভোটার রয়েছেন। এলাকাবাসীর এই ভোট বয়কটের ডাকে অস্বস্তিতে সব রাজনৈতিক দল থেকে শুরু করে স্থানীয় প্রশাসন। প্রশাসনের বক্তব্য, আলোচনার মধ্যে দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা হবে। কারণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাইকে সামিল করর বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হয়। অন্যদিকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।