
দুর্গাপুর: প্রায় তিন লক্ষ পূণ্যার্থীকে সামলে নির্বিঘ্নে সম্পন্ন হল এবারের জয়দেব মেলা। পুলিশের চূড়ান্ত তৎপরতার মধ্য দিয়ে শেষ হল তিন দিনের জয়দেব কেন্দুলি মেলা। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং বীরভূম জেলা পুলিশ মিলিয়ে প্রায় তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। মুচিপাড়া-শিবপুর রোড ধরে কৃষ্ণপুর হয়ে জয়দেবের মেলায় প্রবেশ করেছিলেন অধিকাংশ পূণ্যার্থী। তাঁদের যাতে কোনও রকম সমস্যা না হয় সেদিকে কড়া নজরদারি ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা ট্রাফিক বিভাগের।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
জানা গিয়েছে, এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার এবং কাঁকসার ওসি (ট্রাফিক) অনুপ কুমার হাঁটির নেতৃত্বে প্রায় এক কিলোমিটার জুড়ে রাস্তার মাঝে লম্বা ব্যারিকেড তৈরি করা হয়েছিল। এ বছর পথ দুর্ঘটনার কবলে পড়তে হয়নি কোনও পূর্ণার্থীকে। ট্রাফিকের তরফ থেকে পার্কিংয়েরও কড়া নজরদারি ছিল। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার বলেন, “বিগত বছরগুলিতে যানজটের জেরে চরম সমস্যায় পড়তে হয়েছিল পূণ্যার্থীদের। অনেকে মেলায় ঢুকতে পারেননি। এ বছর ট্রাফিক পুলিশ দারুণ কাজ করেছে। কোনও যানজট হয়নি। সমস্যাতেই পড়তে হয়নি কাউকে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
