দুর্গাপুর দর্পণ, ২৭ মে ২০২৪: ক্রেতা সেজে ঢুকে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের চন্ডীদাস বাজারে একটি গয়নার দোকান থেকে প্রায় দুই লক্ষ আশি হাজার টাকা মূল্যের সোনার গয়না নিয়ে পালিয়ে গেল এক দুষ্কৃতী। দোকান মালিক কাজল দে জানিয়েছেন, রবিবার সকাল ১১ টা নাগাদ দোকান খুলতেই একজন এসে তাঁকে আংটি ও তাবিজ দেখাতে বলে। সেগুলি দেখে সে সোনার হার দেখতে চায়।
তিনি ৩টি সোনার হার বের করে দেন। পছন্দ করার পরে সে দোকান মালিককে কয়েক হাজার টাকা আগাম দিয়ে বাকিটা এক আত্মীয়কে নিয়ে এসে পরে দিয়ে গয়নাগুলি নিয়ে যাবেন বলে জানায়। দোকানদার টাকা নেওয়ার সময় সে হাত সাফাই করে গয়নাগুলি নিয়ে চম্পট দেয়। সেই সময় দোকানের সিসি ক্যামেরা বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।