দুর্গাপুর দর্পণ, লাউদোহা: ঝাড়গ্রাম পুলিশ সোমবার গভীর রাতে হানা দেয় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইছাপুরে। সঙ্গে ছিল ফরিদপুর (লাউদোহা) থানার পুলিশ। ইছাপুরের একটি ভাড়া বাড়ি থেকে সাইবার ক্রাইমের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়। তারা সবাই জামতারা গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে পুলিশের দাবি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন অভিযুক্ত দীর্ঘদিন ধরে ইছাপুরের একটি বাড়িতে ভাড়া ছিল। ঝাড়গ্রাম পুলিশের সাইবার ক্রাইম বিভাগে কয়েকটি অভিযোগ জমা পড়েছিল। সেগুলির তদন্তে নেমে ইছাপুরের এই ডেরার খোঁজ পায় ঝাড়গ্রাম পুলিশ। এরপরেই তারা যোগাযোগ করে লাউদোহা থানার সঙ্গে। মঙ্গলবার রাত ১১টা নাগাদ ইছাপুরের ওই ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
ধৃত বিকাশ দাস স্থানীয় সরপি মোড়ের বাসিন্দা। তার বন্ধু আকাশ দাসের বাড়ি দুর্গাপুরের অমরাবতী এলাকায়। আকাশের দিদির বিয়ে হয় জামতারার বাসিন্দা সুরজ দাসের সঙ্গে। এই সুরজই মূল পান্ডা বলে জানিয়েছে পুলিশ। ঝাড়গ্রাম পুলিশ তিন জনকেই গ্রেফতার করে ঝাড়গ্রাম নিয়ে গিয়েছে। তাদের জেরা করে দলে আর কে কে আছে, তাদেরও খোঁজ করবে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।