দুর্গাপুর, ৩০ এপ্রিল ২০২৪: আসানসোলের উন্নয়ন স্তব্ধ। যানজট মুক্ত আসানসোল গড়তে নজর দেননি বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। খান্দরার সভা থেকে তৃণমূলকে তুলোধনা করলেন জিতেন্দ্র তিওয়ারি।
খান্দরা সভা থেকে জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, সঠিক পদ্ধতিতে রাজস্ব দিচ্ছে আসানসোলবাসী। কিন্তু উন্নয়ন থেকে বঞ্চিত জেলা শহর। যানজটের সমস্যা মেটাতে উড়ালপুল তৈরী করা জরুরি। কিন্তু সে দিকে নজর নেই। বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা প্রধান, উপপ্রধান, অধ্যক্ষ, হাসপাতাল সুপার, কাউকেই তিনি চেনেন না। দুর্গাপুজো, ছটপুজো, কালীপুজোর উদ্বোধনের দিন তাঁকে দেখা গেলেও, সাধারণ মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই বললেই চলে। দিল্লীতে গিয়ে তিনি মানুষের জন্য একটাও কথা বলেননি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
তিনি আরও বলেন, অন্য়দিকে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া তিনি দার্জিলিং, বর্ধমান দুর্গাপুরে উন্নয়ন করেছেন। আসানসোলে জয়লাভ করলে আসানসোলেও উন্নয়ন হবে, এমনটাই দাবি জিতেনের। সভা থেকে মুখ্যমন্ত্রীকে তিনি সরাসরি জানালেন, ‘দিদি আপনি আসানসোলকে বঞ্চিত করেছেন’।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।