দুর্গাপুর দর্পণ, ১৩ মে ২০২৪: পাণ্ডবেশ্বরে বুথ পরিদর্শনে আসছিলেন জিতেন্দ্র তিওয়ারি। পাণ্ডবেশ্বরে ঢোকার মুখে আটকে দেওয়া হল জিতেন্দ্রের গাড়ি। পুলিশের সঙ্গে বেঁধে যায় বচসা। এই ঘটনাকে ঘিরে শুরু হয় ব্যাপক উত্তেজনা। স্তব্ধ হয়ে যায় বহুলা এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা।
জানা গিয়েছে, আজ সকালে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বরে আসছিলেন। পাণ্ডবেশ্বরে ঢোকার মুখে আটকে আটকে দেওয়া হয়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সার্কেল ইন্সপেক্টর (C) পিন্টু মুখার্জির সাথে পুলিশ কর্তারা জিতেন্দ্র তিওয়ারির কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়। জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, নির্বাচনের দিন পাণ্ডবেশ্বর পরিদর্শনের জন্য তার কাছে বৈধ নথি রয়েছে, তা সত্ত্বেও তাঁকে বাঁধা দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে শুরু হয় বিজেপি জিতেন্দ্র তিওয়ারির বচসা। অবরুদ্ধ হয়ে পড়ে বহুলা এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাও। ঘটনাস্থল ঘিরে রেখেছে বিরাট পুলিশ বাহিনী।
জিতেন্দ্র তিওয়ারি বলেন, “পুলিশ বলছে আপনার গাড়ির পারমিশন আছে কিন্তু আপনার পারমিশন নেই। দলীয় প্রার্থী সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়াকে জানিয়েছি। উনি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলছেন।”(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান।ভর্তি চলছে। যোগাযোগ- 8170031466)