দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ মার্চ ২০২৪: এয়ার ফোর্সে উচ্চ মাধ্যমিকের পরে বিপুল কাজের সুযোগ রয়েছে। কিন্তু স্কুলের পডুয়াদের অনেকে তা জানে না। সেজন্য ব্যারাকপুরের এয়ারম্যান সিলেকশন সেন্টার থেকে জেলা প্রশাসনের সহযোগিতায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিভিন্ন স্কুুলে কর্মশালার আয়োজন করা হচ্ছে।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
শুক্রবার দুর্গাপুরের তিনটি স্কুল, দুর্গাপুর টি এন হাইস্কুল, দুর্গাপুর প্রজেক্টস টাউনশিপ বয়েজ হাইস্কুল ও জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে কর্মশালার আয়োজন করা হয়। ওয়ারেন্ট অফিসার মহম্মদ হাসরত ও সার্জেন্ট বিকাশ কুমার জানান, দ্বাদশ শ্রেণিতে ৫০% নম্বর ও ইংরেজী তে ৫০% নম্বর থাকলে এবং সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তিনটি ধাপে পরীক্ষা এবং সব শেষে মেডিক্যাল পরীক্ষার পরে দেশের ১৪টি সিলেকশন সেন্টারের উত্তীর্ণদের নিয়ে মেধাতালিকা প্রকাশ করা হয়।
মূলতঃ একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে এই কর্মশালা করা হয়। জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে ২২৩ জন পড়ুয়া অংশ নেয় কর্মশালায়। এছাড়াও ওই স্কুলের কর্মশালায় যোগ দেয় কমলপুরের একটা পলিটেকনিক কলেজের ৫০ জন পড়ুয়া। জানা গিয়েছে, ডিপ্লোমা উত্তীর্ণরাও পরীক্ষা দিতে পারবে। তবে সেক্ষেত্রে তাদের মাধ্যমিকে ইংরেজিতে ৫০% নম্বর থাকতে হবে। টি এন হাইস্কুলে ৭৮ জন এবং প্রজেক্টস টাউনশিপ বয়েজ হাইস্কুলে ৬২ জন কর্মশালায় অংশ নেয়।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।