খাদ্য দপ্তরে বিপুল চাকরি

দুর্গাপুর দর্পণ ডেস্ক ২৩ আগস্ট ২০২৩: রাজ্যের খাদ্য দপ্তরে বিপুল চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) 480 জন সাব-ইন্সপেক্টর গ্রেড III নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে আবেদন করবেন।
শূন্যপদের সংখ্যা 480টি। প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। বাংলায় পড়তে, লিখতে ও কথা বলার ক্ষমতা থাকতে হবে। সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। লিখিত পরীক্ষা এবং ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে ব্যক্তিত্ব পরীক্ষা শুধুমাত্র কলকাতায় পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের অফিসে অনুষ্ঠিত হবে।