দুর্গাপুর দর্পণ, ১৪ জুন ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ব্যবসায়ী কবি দত্তকে আগেই আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) ভাইস চেয়ারম্যান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে চেয়ারম্যানের দায়িত্বও দিয়ে দিলেন তিনি। শুক্রবার নগরোন্নয়ন দফতর থেকে নোটিফিকেশন জারি করে একথা জানানো হয়েছে।
এতদিন এডিডিএর চেয়ারম্যান পদে ছিলেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। তাঁকে সরিয়ে দিয়ে কবি দত্ত ওরফে বাপ্পাকে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। একজন অরাজনৈতিক ব্যক্তি হিসাবে কবি দত্ত সম্ভবত প্রথম এডিডিএ-র চেয়ারম্যান হলেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।