দুর্গাপুর দর্পণ, ১১ মে ২০২৪: গত ৯ মে অনন্য মিউজিক নিবেদিত কবিপ্রণাম (দ্বিতীয়) অনুষ্ঠানের আয়োজন করা হয় দক্ষিণ কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট এন্ড কালচার প্রেক্ষাগৃহে। প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অপালা বসুর স্মৃতির প্রতি উৎসর্গীকৃত ওই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান গেয়ে শ্রোতাদের তৃপ্ত করেন শ্রাবণী সেন, অদিতি গুপ্ত, চন্দ্রাবলী রুদ্র দত্ত, সুমন প্রান্থী, দেবশ্রী বিশ্বাস, দেবজিৎ দত্ত, ঋতুকণা ভৌমিক প্রমুখ ২৮ জন শিল্পী।
ওই অনুষ্ঠানে গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়ে শোনান ড: শিবাজী বসু। রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন রজত সেনগুপ্ত, অর্পিতা দত্ত প্রমুখ। সম্মেলক রবীন্দ্রসঙ্গীতে অংশ নেন কোরক, উদিচি (ডানকুনি), গীতিকা, রবিবিতান, সুরলোক প্রভৃতি সংস্থার শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুদীপ্তা মুখোপাধ্যায়।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।