শিল্পাঞ্চল ঘুরে দেখা গিয়েছে, কালীপুজোতেও এখন থিমের রমরমা শুরু হয়েছে। এক এক পুজো কমিটি এক এক থিম নিয়ে ভিড় টানছে মন্ডপে।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ নভেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার শিল্প শহর দুর্গাপুরে দুর্গাপুজোয় বরাবর থিমের রমরমা দেখা যায়। এখন কালীপুজোও আর ব্যতিক্রম নয়। শিল্পাঞ্চল ঘুরে দেখা গিয়েছে, কালীপুজোতেও এখন থিমের রমরমা শুরু হয়েছে। এক এক পুজো কমিটি এক এক থিম নিয়ে ভিড় টানছে মন্ডপে।কোথাও ভিক্টোরিয়া মেমোরিয়াল। কোথাও আন্দামানের জড়োয়াদের জীবনযাত্রা। আবার, কোথাও পরিবেশ বান্ধব জুটের সামগ্রী দিয়ে মন্ডপ। সব মণ্ডপই যেন দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। কালীপুজোর আগের দিন থেকেই মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভিড়। দুর্গাপুরে নিউটন ইয়ংস কর্নার ৪৮ বছরে পদার্পণ করেছে। তাদের থিম ভিক্টোরিয়া মেমোরিয়াল।
দুর্গাপুরের জঙ্গলমহল ক্লাবের থিম আলিবাবা চল্লিশ চোর। অরবিন্দ স্পোর্টিং ক্লাব জুটের সামগ্রী দিয়ে মন্ডপ সাজিয়েছে। দয়ানন্দ কালচারাল সোসাইটির থিম এক টুকরো আন্দামানে জড়োয়াদের জীবনযাত্রা। আমরা ক’জন বয়েজ ক্লাবের থিম হল কুটির শিল্প।এডিশন ভাবামোড় সম্মিলনী মন্ডপ তৈরি করেছে নিত্যপ্রয়োজনীয় জিনিস দিয়ে। রবিবার সন্ধ্যা নামতেই দুর্গাপুরে কালীপুজোকে কেন্দ্র করে মানুষের ভিড় নামছে মন্ডপে মন্ডপে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ নজরদারি রয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।