গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি, রক্তাক্ত তৃণমূল নেতা! উত্তপ্ত কল্যাণী

দুর্গাপুর দর্পণ, নদিয়া, ১ জুন ২০২৩: নবজোয়ারের আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত নদিয়ার (Nadia) কল্যাণীর কাঁটাবেলে এলাকা। ব্যাপক বোমাবাজির জেরে উত্তেজনা এলাকায়। নবজোয়ার কর্মসূচি প্রসঙ্গে বৈঠক চলাকালীনই শুরু হয় বচসা। পরে হাতাহাতি থেকে বোমাবাজি পর্যন্ত গড়িয়েছে বলে জানা গিয়েছে।
গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারকে কেন্দ্র করে বৈঠক চলাকালীন জাহাঙ্গীর আর সাইফুল মন্ডলের সমর্থকদের মধ্যে শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব। যা বোমাবাজি পর্যন্ত গড়িয়েছে। আহত ও রক্তাক্ত হয়েছে বহু।
খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। আহত ও রক্তাক্ত সইফুল মন্ডলকে তড়িঘড়ি কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পঞ্চায়েত ভোটের আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব শাসকদল তৃণমূলকে চাপে ফেলবে, এমনটাই মনে করছেন বিরোধীরা।