দুর্গাপুর দর্পণ, কাঁকসা: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার বিডিও অফিসের এক কর্মীকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ। ওই গ্রুপ ডি কর্মীর নাম শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। শুভঙ্করকে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনেও দেখা যায়। শুভঙ্কর মঙ্গলবার থেকে অনুপস্থিত রয়েছেন বলে জানান কাঁকসার বিডিও পর্না দে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়েছিলেন শুভঙ্কর। পুলিশের উপরে হামলার অভিযোগ দায়ের হয়েছে হাওড়া থানায়। পুলিশের দাবি, হামলায় জড়িত শুভঙ্কর। তাঁর বিরুদ্ধে পুলিশের অভিযোগ, নবান্ন অভিযানে যোগ দিয়ে তিনি পুলিশের উপর হামলা চালিয়েছেন। হাওড়া থানার পুলিশ বুধবার সকালে শুভঙ্করকে কাঁকসা থেকে তাঁকে গ্রেফতার করে হাওড়া নিয়ে যায় বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।