দুর্গাপুর: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পুলিশের নীচুতলার একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। সেই সব পুলিশ কর্মীর বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর রাতেই পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে সাসপেন্ড করা হয়। শুক্রবার কাঁকসা থানার আইসি পার্থ ঘোষকে ভবানী ভবনে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর নির্দেশিকা জারি করলেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি অ্যান্ড আইজি। এ বিষয়ে কমিশনারেটের কোনও কর্তা মুখ খুলতে চাননি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
Highlight
News
কাঁকসার আইসি পার্থ ঘোষকে পাঠানো হল কম্পালসরি ওয়েটিংয়ে
:
শুক্রবার কাঁকসা থানার আইসি পার্থ ঘোষকে ভবানী ভবনে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর নির্দেশিকা জারি করলেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি অ্যান্ড আইজি।
Published by
Arpita Majumder
Publisher
Durgapur Darpan
WhatsApp Group
Join Now