দুর্গাপুর দর্পণ, আসানসোল, ১৪ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক নিয়ে এসেছে কুলটি কলেজের ছাত্র মহম্মদ আশিক। প্রতিযোগিতায় তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক লাভ করেছে সে।
গত ৫-৯ মার্চ উত্তরপ্রদেশের মিরাটের স্বামী বিবেকানন্দ শুভার্থী ইউনিভার্সিটিতে ‘অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটিস কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ’ আয়োজিত হয়। মোট ৯৩টি বিশ্ববিদ্যালয়ের ৫১৩ জন প্রতিযোগী অংশ নেন। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের মোট ৮ জন পড়ুয়া যোগ দিয়েছিল প্রতিযোগিতায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now