
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ মার্চ ২০২৪: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের টক্কর যত সময় যাচ্ছে ততই বাড়ছে। রবিবাসরীয় প্রচারে বেরিয়ে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কুরুরিয়া এলাকার ত্রিমূর্তি মন্দিরে পুজো দেন কীর্তি আজাদ। এরপর এলাকার মহিলারা তাঁর হাতে রাখি বাঁধেন। তাঁদের হাতে মিষ্টি খান। এরপরেই দিলীপ ঘোষকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তিনি বলেন, “পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়! বর্ধমান-দুর্গাপুরে দিলীপ ঘোষ নামের এক মহিষাসুর এসেছে। মহিলাদের ইজ্জত নিয়ে কথা বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছবিকে সামনে এনে নিজেদেরই কাপড় জামা খুলছেন। উনিও তো কোনও মহিলার পেট থেকেই জন্ম গ্রহণ করেছেন। তাহলে মহিলাদের অপমান করেন কী করে? উনি উল্টোপাল্টা মন্তব্য করে বাংলার সংস্কৃতিকে নষ্ট করতে চাইছেন। সেই জন্যই বোনেদের হাত থেকে রাখি বেঁধে মহিষাসুর বধ করে মহিলাদের সম্মান রক্ষার শপথ নিলাম।”
দিলীপ ঘোষকে ১ লাখ ভোটে হারিয়ে বাড়ি পাঠাবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন কীর্তি আজাদ। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পুরসভার প্রাক্তন বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#2024loksabhaelection #kirtiazad #dilipghosh #bjp #tmc