দুর্গাপুর দর্পণ, ১ জুলাই ২০২৪: সোমবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের খান্দরা পঞ্চায়েতের উপপ্রধান ইস্তফা দিলেন। দলের নির্দেশেই তিনি কার্যত ইস্তফা দিতে বাধ্য হলেন। তৃণমূল পরিচালিত খান্দরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বাদ্যকর সোমবার ইস্তফা পত্র তুলে দেন বিডিওর হাতে। উপপ্রধানকে নিয়ে এলাকাবাসীর নানা অভিযোগের প্রেক্ষিতে বিতর্ক চলছিল বেশ কিছুদিন ধরেই। তিনি ইস্তফা দেওয়াতে অচলাবস্থা কাটবে বলে মনে করা হচ্ছে।
খান্দরা গ্রাম পঞ্চায়েতে বেশ কিছুদিন ধরেই প্রধান ও উপপ্রধানকে নিয়ে বিতর্ক চলছে। দলেরই পঞ্চায়েত সদস্যরা তাঁদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজন পোষণের অভিযোগ নিয়ে সরব হন। গত সপ্তাহে দুই দিন পঞ্চায়েত সদস্যদের কয়েকজন এসে প্রধান, উপপ্রধানের ইস্তফার দাবি জানিয়ে পঞ্চায়েত দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। রবিবার খান্দরা পঞ্চায়েত কার্যালয়ের দেওয়াল সহ গ্রামের বিভিন্ন পাড়াতে প্রধান, উপপ্রধান চোর লেখা পোস্টারও পড়ে। যা নিয়ে অস্বস্তি বাড়ে শাসকদলের। প্রধান, উপপ্রধানকে ঘিরে শাসক দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব পৌঁছায় চরম পর্যায়ে। শেষ পর্যন্ত বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয় দলের ব্লক ও জেলা নেতৃত্বকে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দলের পক্ষ থেকে উপপ্রধান গণেশ বাদ্যকরকে পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রবিবার পোস্টার কাণ্ডের পর উপপ্রধান গণেশ বাদ্যকর তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, “পঞ্চায়েত সদস্যদের সমর্থনে আমি উপপ্রধান হয়েছি। কিন্তু দলেরই একটি গোষ্ঠী ব্যক্তি স্বার্থে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে আমাকে পদ থেকে সরানোর জন্য।” সেদিন তিনি জানান, দলের সম্মান রক্ষার্থে আগামী ১০ দিনের মধ্যে উপপ্রধান পদ থেকে তিনি ইস্তফা দেবেন। সোমবার তিনি দুপুর দুটো নাগাদ ইস্তফা পত্র দেন অন্ডাল ব্লকের বিডিওর হাতে।
যদিও প্রশাসনের তরফে এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি উপ প্রধানের সঙ্গেও। তবে তৃণমূলের অন্ডাল ব্লক সভাপতি কালোবরণ মন্ডল উপ প্রধানের ইস্তফা দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, “দলের নির্দেশে ইস্তফা দিয়েছেন গণেশ বাদ্যকর।” উপপ্রধান গণেশ বাদ্যকরকে নিয়ে পঞ্চায়েতে অচলাবস্থা ও দলের অন্দরে যে অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছিল, এবার তা মিটবে বলে জানান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।