দুর্গাপুর: দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসবের খুঁটিপুজো হল রবিবার সকালে। এদিন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের রাজীব গান্ধী মেমোরিয়াল ময়দানে দুর্গাপুর উৎসবের খুঁটিপুজোর আয়োজন করা হয়। ওই মাঠেই ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত উৎসব হবে। তার প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এদিন খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মিশন হাসপাতালের চেয়ারম্যান ড. সত্যজিৎ বসু, পুর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারি সহ দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্তারা। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “এই মেলা দুর্গাপুরকে এগিয়ে নিয়ে চলেছে। কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরছে। শুধু দুর্গাপুর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয় এই উৎসবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।