দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ অক্টোবর ২০২৩: আগমনীর সূচনালগ্নে শ্যামাপুজোর খুঁটিপুজোর আয়োজন করা হল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে। সোমবার সি-জোনের মহাবীর ইউনাইটেড ক্লাবের শ্যামা পুজোর খুঁটিপুজো উপলক্ষে উপস্থিত ছিলেন পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়, এডিডিএ’র ভাইস চেয়ারম্যান কবি দত্ত প্রমুখ। উদ্যোক্তারা জানান, প্রায় ৬লক্ষ টাকা ব্যয় করে আদি শিব মন্দিরের আদলে হবে এবারের মণ্ডপ। রাজ্যের এবং ভিন রাজ্যের শিল্পীদের হাতের ছোঁয়ায় গড়ে উঠবে মন্ডপ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

শ্যামাপুজোর খুঁটিপুজো হল দুর্গাপুরে
- Post published:October 17, 2023
- Post category:দুর্গাপুর