September 28, 2023

ফিল্মি কায়দায় স্বামীকে খুন! থমথমে মন্তেশ্বর

দুর্গাপুর দর্পণ, পূর্ব বর্ধমান, ৩ আগস্ট ২০২৩: পরকীয়া বাঁচাতেই স্বামীকে খুন! হার মানবে হিন্দি সিনেমার প্লট। মৃত্যুর মুখ থেকে ফিরলেন স্বামী। তদন্ত শুরু করেছে পুলিশ। হুলস্থুল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মন্তেশ্বরে।

জানা গিয়েছে,মন্তেশ্বরের লোহারগ্রামের বাসিন্দা মনিরুল মণ্ডল। দিল্লীতে কাজ করতেন। কিছুদিন আগে বাড়ি ফিরে টোটো চালকের কাজ করে। অভিযোগ, মঙ্গলবার রাতে মনিরুলকে দুধের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দেন তাঁর স্ত্রী ডলি। তিনি ঘুমে আচ্ছন্ন হয়ে যান। তারপর  হাত-পা বেঁধে মুখে বালিশ চাপা দিয়ে দেয় স্ত্রী ডলি এবং সাদ্দাম নামে তাঁর প্রেমিক। মনিরুলকে খুনের চেষ্টা করে। মনিরুল চিৎকার করতেই পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে। এমনটাই জানিয়েছে মনিরুল। মনিরুলকে নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: