দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ এপ্রিল ২০২৪: তীব্র দাবদাহের মাঝেই শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার গ্রামে গ্রামে প্রচার সারছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। ক্লান্ত হয়ে গেলে গাছ তলায় বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের শুরু করছেন প্রচার।
কীর্তির সঙ্গে রয়েছেন গলসির বিধায়ক নেপাল ঘরুই, দুর্গাপুরের তৃণমূল নেতা প্রভাত চ্যাটার্জি, ব্লক সভাপতি নবকুমার সামন্তরা। এদিন কাঁকসার বিদবিহারের জাঠগড়িয়ার মন্দিরে, মসজিদে গিয়ে এবং পদযাত্রা করে কীর্তি শুরু করেন নির্বাচনী প্রচার। তারপর বিদবিহারের শিবপুর হয়ে বাসুদেবপুরে তৃণমূলের চার শহীদের মূর্তিতে মালা দেন। শহীদদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। রাস্তায় গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সাথেও কথা বলতে দেখা যায় তাঁকে।
এলাকার মানুষকে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদনও করেন। এরপর যান বনকাটির তেপান্তরে। কীর্তি বলেন, নরেন্দ্র মোদির মিথ্যা গ্যারান্টি মানুষ মানছে না। মমতা দিদির ওয়ারেন্টিকেই ভরসা করছে। তাই গরম উপেক্ষা করেই হাজার হাজার তৃণমূল কর্মীরা তাঁর সাথে মিছিলে পা মেলাচ্ছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)