দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের জনগর্জন সভার প্রস্তুতি সভার আয়োজন করা হয় বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার কীর্তি আজাদ, রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং সহ জেলা তৃণমূলের নেতৃত্ব।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়ে কীর্তি আজাদ বলেন, “পেট্রোল, ডিজেল আর গ্যাসের দাম বেড়ে চলেছে। সমস্যার মুখে সাধারণ মানুষ। কিন্তু গ্যারান্টি দিতে ছাড়ছে না কেন্দ্রের বিজেপি সরকার। লোকসভা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দেবে।” এলাকার আইএনটিটিইউসি কর্মী সমর্থকদের আগামী ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।