সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ এপ্রিল ২০২৪: সেলাই করা চপ্পল পরেই প্রচার করছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। স্নিকার নয়, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও চপ্পল পরেই প্রচারে গ্রামের পর গ্রাম চষে বেড়াচ্ছেন। মাথার উপরে গনগনে সূর্যের তেজ উপেক্ষা করে হেঁটে চলেছেন তিনি।
বাবা ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য। বিজেপির হয়ে বিধায়ক হয়েছেন। দুবার সাংসদ হয়েছেন। পরে স্বল্প সময়ের জন্য কংগ্রেসে যোগ দেন। এখন রয়েছেন তৃণমূলে। দলের হয়ে গোয়ার ইনচার্জের দায়িত্ব পালনের পরে এবার দল তাঁকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে।
কর্মীদের সঙ্গে নিয়ে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন শহর থেকে গ্রামের অলি গলিতে। পরনে সাদা জামা। অধিকাংশ দিনই দেখা যাচ্ছে, পায়ে রয়েছে সেলাই করা চপ্পল। মিছিল হোক বা মিটিং, সর্বত্রই তিনি সেলাই করা চপ্পল পরে হাজির। তৃণমূলের একাংশের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই ছিমছাম জীবন যাপন করেন কীর্তি আজাদ। আত্মসম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচেন। যদিও বিরোধীদের একাংশের কটাক্ষ, মানুষের মন পেতে এসব নাটক ছাড়া কিছু নয়! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#2024loksabhaelection #kirtiazad #tmc #bardhamandurgapur