
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ মার্চ ২০২৪: সাইকেলে বাজারে গিয়ে সবজি ও ইলিশ কিনলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ (Kirti Azad)। ভোটের প্রচারের জন্য সপরিবারে কীর্তি চলে এসেছেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে। বৃহস্পতিবার সকালে তিনি মন্ত্রী প্রদীপ মজুমদার ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে সাইকেলে করে গেলেন বাজারে। টাটকা সবজি আর ইলিশ কিনলেন পরিবারের জন্য। সেরে নিলেন জনসংযোগ।
এদিন সকালে শনি মন্দিরে প্রণাম করে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে সকাল ন’টায় সাইকেল চালিয়ে পৌঁছে গেলেন চন্ডীদাসের ফলের বাজারে। সেখানে আপেল, লেবু, বেদানা, কলা কিনে সবজি বাজারে ঢোকেন। কিনলেন উচ্ছে, আলু, পটল, টমেটো, শাক, কাঁচা হলুদ, আদা। এরপর গেলেন মাছ বাজারে। সেখানে গঙ্গার ইলিশ কিনে মানুষের সঙ্গে জনসংযোগ করে বিরোধীদের অপপ্রচারের কথা তুলে ধরলেন। জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন করলেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিরোধীরা বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী ঘোষণা করতে পারেনি এখনও। কিন্তু মাঠে নেমে প্রচার ও জনসংযোগে ইতিমধ্যেই এক ধাপ এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি। তিনি জানান, লম্বা সময়ের জন্য পরিবারের সকলকে নিয়ে দুর্গাপুরে চলে এসেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রার্থীও হয়েছেন। ছোট থেকেই ডাংগুলি খেলা ও সাইকেল চালানোর অভ্যাস আছে। তাই শরীরচর্চা করতে সাইকেল চালিয়েই পৌঁছালেন বাজারে।
বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, ১৯৮৩ সালে যেমন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ছিনিয়ে এনেছিলেন, সেভাবেই বিরোধীদের উইকেট ফেলে লোকসভায় ছক্কা মারবেন তিনি। কটাক্ষ করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “শুক্রবার সন্ধ্যার মধ্যে বর্ধমান-দুর্গাপুরের বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হবে। মানুষ ঝাঁপিয়ে পড়বে সেই প্রার্থীর হয়ে প্রচারে। নির্বাচনের ফলাফলের দিনই দেখতে পাবেন কে ছক্কা মারে লোকসভায়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।