দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সোমবার দুর্গাপুরে প্রয়াত হন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদের স্ত্রী পুনম আজাদ। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য স্নায়ুর ব্যধিতে ভুগছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদকে শোকবার্তা পাঠিয়েছেন। শ্রদ্ধাজ্ঞাপন করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, ডিসিপি অভিষেক গুপ্তা, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় প্রমুখ।
কীর্তি আজাদ এবং তাঁর পরিবারকে সমবেদনা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “আমি দীর্ঘ দিন ধরে পুনমকে চিনি। আমি এটাও জানতাম যে, তিনি গত কয়েক বছর ধরেই গুরুতর ভাবে অসুস্থ ছিলেন। কীর্তি এবং পরিবারের অন্য সদস্যেরা সব রকম চেষ্টা করেছেন এবং শেষ যুদ্ধে তাঁর পাশে থেকেছেন। কীর্তি ও তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানাই। প্রার্থনা করি যেন পুণমের আত্মা শান্তি পায়।”
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্বামী কীর্তি আজাদের মতো এক সময় সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন পুনম। বিজেপির হয়ে তিনি ২০০৩ সালে শীলা দীক্ষিতের বিরুদ্ধে প্রার্থী হন। তবে হেরে যান। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বিজেপির হয়ে গুরু দায়িত্ব পালন করেছেন। বিহারে বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব সামলেছেন। বিজেপি ছেড়ে ২০১৬ সালে তিনি আপে যোগ দেন। ২০১৭ সালে তিনি যোগ দেন কংগ্রেসে। তবে শারীরিক অসুস্থতার জন্য রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি তিনি। সোমবার দুপুর ১২টা ৪০ নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন সাংসদ কীর্তি আজাদ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।