দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ আগস্ট ২০২৪: প্রয়াত শিল্পী কিশোর কুমারের ৯৫-তম জন্মদিন সাড়ম্বরে পালিত হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে ‘সন্ধ্যাপ্রদীপ’ সংস্থার উদ্যোগে ৩ ঘন্টার বেশি সময় ধরে চলে অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন প্রদীপ চক্রবর্তী, অমিতাভ দে, পঙ্কজ শ্রীবাস্তব, দেবাশিস চৌধুরী, কল্পনা শুক্লা, মোনালিসা, ডোনা, সুদীপ্ত ব্যানার্জী, পূজা প্রমুখ। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন ব্যান্ড ইন্ট্রো মিউজিকের শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কিংশুক গুপ্ত। সমাজসেবী সুদেব রায়, তরুণ রায়, সঙ্গীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, দুর্গাপুর পুরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি সহ বিশিষ্টদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
ফুলঝোড়ের দুর্গামন্দির প্রাঙ্গণে সরগম মিউজিক কলেজের উদ্যোগে সন্ধ্যায় কিশোর স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীতশিল্পী গোপাল কর্মকার এবং নৃত্যশিল্পী তথা প্রশিক্ষক সর্বানী বসুর উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে স্থানীয় নবীন ও প্রবীণ শিল্পীরা অংশগ্রহণ করেন। দুর্গাপুর পুর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী, সঙ্গীতশিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ডিএসপি টাউনশিপের দেশবন্ধু ভবনেও কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গুঞ্জন সাংস্কৃতিক সংস্থা। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#Kishore Kumar