দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি ২০২৪: পূর্ব বর্ধমানের জামালপুরের পরে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসায় আধার কার্ড বাতিলের (Aadhar card deactivate) নোটিসকে ঘিরে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। শনিবার কাঁকসার বনকাটি পঞ্চায়েতের ১১ মাইল এলাকার মোট ১১ জন আধার বাতিলের চিঠি পেয়েছেন। শুধু এই দুই জেলাই নয়, রাজ্য জুড়ে অনেকেই এমন চিঠি পাচ্ছেন।
আধার লিঙ্ক ছাড়া আজকাল কোনও কাজ হয় না। মেলে না কোনও সরকারি পরিষেবা। ফলে রেশন মিলবে না, সরকারি কোনও ভাতা মিলবে না, ব্যাঙ্কের কাজ হবে না। চরম বিপাকে পড়তে হবে। ইতিমধ্যেই যাঁরা আধার বাতিলের চিঠি পেয়েছেন তাঁরা পড়ে গিয়েছেন চরম দুশ্চিন্তায়।
বাংলার মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা না পান, তাই কেন্দ্র এই চক্রান্ত শুরু করেছে, এমন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বীরভূমের সিউড়ির প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেন, একটা পোর্টাল চালু করার যেখানে কারও আধার কার্ড বাতিল হলে তিনি সঙ্গে সঙ্গে সেখানে অভিযোগ লিপিবদ্ধ করতে পারেন।
তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আধার কার্ড থাকুক আর না থাকুক, রাজ্য সরকারের কোনও প্রকল্প বন্ধ হবে না। তবে যাঁদের আধার কার্ড বাতিল করা হচ্ছে তাঁরা যেন তৎক্ষণাৎ তা জানিয়ে দেন। সুতরাং কারওর আধার বাতিল হলে তাঁর প্রথম কাজ হল, রাজ্যের চালু করা পোর্টালে অভিযোগ লিপিবদ্ধ করা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।