দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ জানুয়ারি ২০২৪: স্বাস্থ্যসাথী সুস্থ করে তুলল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কুলটির ১৫বছরের কিশোরীকে। পার্বতী পান্ডের সফল হার্ট হোল অপারেশন হল দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতালে। জন্ম থেকেই তার হার্টে সমস্যা ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
বিভিন্ন হাসপাতালে পার্বতীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কিন্তু লাভ হয়নি। জটিল অস্ত্রোপচার করতে রাজি হননি অনেক চিকিৎসক। তার যে সমস্যা ছিল, ডাক্তারি পরিভাষায় তাকে বলে Ventricular Septal defect। ২৩ ডিসেম্বর ভর্তি হয়েছিল পার্বতী। ২৭ ডিসেম্বর তার সফল অস্ত্রোপচার হয় দুর্গাপুরের ওই হাসপাতালে। গত ৪ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পায় পার্বতী। সোমবার পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে এসেছিল চেক আপের জন্য। চিকিৎসক পরীক্ষা করে জানান, পার্বতী সুস্থ আছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now