বেঙ্গালুরুতে মাকে খুন করে দেহ কেটে ব্যাগে ভরে থানায় গেল বাঙালি তরুণী

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৩ জুন ২০২৩: বেঙ্গালুরুতে (Bengaluru) মাকে খুন (murder) করে দেহ খন্ড বিখন্ড করে কেটে ট্রলি ব্যাগে ভরে সটান থানায় গেল বাঙালি তরুণী। পুলিশকে জানায় সে তার মাকে খুন করেছে। ট্রলি ব্যাগে দেহাংশ রয়েছে। বিস্মিত পুলিশ আধিকারিকেরা। মায়ের সঙ্গে লাগাতার অশান্তির জেরেই এই সিদ্ধান্ত, দাবি তরুণীর।
পেশায় ফিজিওথেরাপিস্ট ওই তরুণী বিবাহসূত্রে থাকেন বেঙ্গালুরুতে। স্বামী, শাশুড়ি ও তার মা-ও একসঙ্গেই থাকেন। তরুণী জানান, সোমবার দুপুরে বাড়িতে স্বামী ছিল না। সেই সময় মাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে সে। মৃত্যুর পর দেহ টুকরো টুকরো করে কেটে ট্রলি ব্যাগের ভিতরে ঢুকিয়ে নেয় সে। সেই ট্রলি ব্যাগ নিয়ে এরপর তরুণী বাড়ি থেকে থানায় যায়। তার শাশুড়ি দাবি করেন, বাড়িতে থাকলেও অন্য ঘরে থাকায় তিনি কিছু টের পাননি।