You are currently viewing রেলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা বর্ধমানে

রেলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা বর্ধমানে

  • Post category:জেলা

দুর্গাপুর দর্পণ,পূর্ব বর্ধমান, ১৩ সেপ্টেম্বর ২০২৩: বর্ধমানে রেলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। বর্ধমান(Purba bardhaman) রেল পুলিশের তৎপরতায় প্রতারণা চক্রের পর্দা ফাঁস। চক্রের চাঁই সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, রেলের গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা তোলা হচ্ছিল চাকরিপ্রার্থীদের কাছ থেকে। মঙ্গলবার অভিযোগের ভিত্তিতে বর্ধমান আরপিএফ তৎপরতায় বর্ধমানের একটি অফিসে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে ভুয়ো নিয়োগ সংক্রান্ত নথি। বর্ধমানের রেলওয়ে ইনস্টিটিউট ভাড়া নিয়ে চলছিল চাকরি প্রার্থীদের নিয়োগের প্রশিক্ষণ। খবর পেয়ে সেখানেই হানা দেয় আরপিএফ। ১১ জনকে আটক করা হয়েছে। চারজন চাকরি প্রার্থীকেও জিজ্ঞাসাবাদের জন্য বর্ধমান রেল স্টেশনের আরপিএফ পোস্টে আনা হয়েছে।

Leave a Reply