সনাতন গরাই, দুর্গাপুর দর্পণ, জয়দেব, ১৫ জানুয়ারি ২০২৩: কবি জয়দেবের ডাকে সাড়া দিয়ে অজয় বেয়ে এসেছিলেন মা গঙ্গা। সেখানেই আজকের দিনে পূণ্যস্নান করে রাধা বিনোদের মন্দিরে পুজো দিয়েছিলেন। তারপর থেকেই পুণ্য অর্জনের আশায় প্রতিবছর মকর সংক্রান্তিতে অজয়ের জলে পূণ্যস্নান করতে আসেন লক্ষ পূর্ণার্থী।
এবছরও সূর্যের আলো ফোটার আগে থেকেই পূণ্য অর্জনের আশায় অজয়ের জলে ডুব দিচ্ছেন পূণ্যার্থীরা। স্নানের পর রাধা বিনোদের মন্দিরে পুজো দিতে লম্বা লাইন দেখা যাচ্ছে। প্রায় ২০০ আখড়ায় প্রসাদ গ্রহণের জন্য মানুষের ভিড়। মেলায় বসেছে হরেক রকমের দোকান। বসেছে নাগরদোল্লাও।
কোথাও খোলা মঞ্চে, আবার কোথাও আখড়ার ভিতর চলছে বাউল, হরিনাম, কীর্তনের আসর। বলা হয়, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। যারা সাগরে যেতে পারেন না, তাঁরা জয়দেবে অজয়ের জলেই অর্জন করেন পূণ্য। সকাল থেকেই আকাশপথে এবং জলপথে পুলিশ প্রশাসনের নজরদারী চলছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এবং স্বেচ্ছাসেবক। বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়ছে কেন্দুলীর মেলায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।