Budget 2024: মালদ্বীপকে টেক্কা দিতে বাজেটে লাক্ষাদ্বীপের পর্যটনে জোর!

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ ফেব্রুয়ারি ২০২৪: মালদ্বীপকে টেক্কা দিতে বাজেটে লাক্ষাদ্বীপের পর্যটনে জোর! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের পর সংঘাতে জড়ায় ভারত ও মালদ্বীপ। তারপর থেকে ভারতীয়দের অনেকেই মালদ্বীপের বদলে লাক্ষাদ্বীপকে। তাই লাক্ষাদ্বীপের উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র। এতে পর্যটন বাবদ আয় বাড়বে।  মজবুত হবে দেশের অর্থনীতি।

৩৬টি ছোট ছোট দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ। তবে সব দ্বীপে যাওয়ার অনুমতি নেই। পর্যটকদের মধ্যে জনপ্রিয় দ্বীপগুলি হল মিনিকয়, কাভারত্তি, আগাত্তি, বনগরম, কদমত প্রভৃতি। এই দ্বীপগুলোতে বেড়াতে গেলে বা থাকতে গেলে বিশেষ অনুমতি নিতে হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!