দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ জুলাই ২০২৪: জমি মাফিয়াদের সিন্ডিকেটের ছাউনিতে আগুন। কৃষি জমি জীবন-জীবিকা রক্ষা কমিটির আন্দোলনের জের। ছাউনি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি কাঠামোও ভেঙে দেওয়া হয়। ঘটনাটি ঘটে শনিবার সকালে। ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের ঘটনা।
জানা গিয়েছে, অন্ডালের দক্ষিণখন্ড এলাকার মধুজোড় কোলিয়ারি সংলগ্ন এলাকায় রয়েছে বহু জমি। অভিযোগ, সেই সব জমি তুলে দেওয়া হচ্ছে একটি বেসরকারি সংস্থার হাতে। সেই সংস্থা খোলামুখ খনি গড়বে সেখানে। তাঁদের জমিগুলি হয় কম দামে কিনে অথবা জমির মালিককে না জানিয়ে ওই সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে বলে জমি মালিকদের অভিযোগ। সেজন্য জমি মাফিয়ারা সিন্ডিকেট গড়েছে। গত কয়েকদিন ধরে তার বিরুদ্ধে প্রতিবাদ করছে কৃষি জমি জীবন জীবিকার রক্ষা কমিটি।
শনিবার সকালে দক্ষিণখন্ড, কাজোড়া, কালিপুর, ভাদুর এলাকার চাষিরা কৃষি জমি জীবন জীবিকার রক্ষা কমিটির নেতৃত্বে তুমুল বিক্ষোভ শুরু করেন। জমি মাফিয়াদের সিন্ডিকেটের ছাউনিতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এক বিক্ষোভকারী তপন মুখার্জি অভিযোগ করেন, “আমাদের না জানিয়েই জমি তুলে দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থার হাতে। প্রায় দুই হাজার একর জমি রয়েছে এই এলাকায়। আমরা একাধিকবার প্রশাসনের আধিকারিকদের জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। তাই আমরা আন্দোলনে নেমেছি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।”
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বিজেপির বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত দাবি করেন, “জমির মালিকদের অজান্তেই জমির দলিল তৈরি করে জমি বিক্রি করে দেওয়া হচ্ছে। সমস্যায় পড়ছেন কৃষকরা। কেমন অরাজকতা চলছে এ রাজ্যে তা সকলেই বুঝতে পারছে।” জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, কোথাও কোনও অনৈতিক কাজ হলে তা কড়া হাতে দমন করছে পুলিশ। দলের তরফে যেমন ব্যবস্থা হচ্ছে তেমনই পুলিশকেও জানানো হচ্ছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।