পুরুলিয়ায় বিজেপি বিধায়কের গুদাম থেকে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ জুলাই ২০২৩: পুরুলিয়ায় (Purulia) বিজেপি (BJP) বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের গুদাম থেকে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেই মদ গ্রামে গ্রামে পাঠিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের (WB Panchayat Vote) মুখে যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বৃহস্পতিবার দুপুরে এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিযান চলে। তৃণমূলের অভিযোগ, বিধায়ক ও তাঁর ভাই বিজেপি কাউন্সিলর প্রদীপ মুখোপাধ্যায় পুরুলিয়া বিধানসভার বিভিন্ন গ্রামে এই মদ পাঠাচ্ছিলেন ভোটারদের প্রভাবিত করার জন্য। তৃণমূল জানিয়েছে, এটা নির্বাচনী বিধি ভঙ্গ। প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।