
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ মার্চ ২০২৪: প্রয়াত হলেন দুর্গাপুরের প্রবীণ তৃণমূল নেতা মৃগেন্দ্রনাথ পাল। কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। করোনা পরিস্থিতির পর থেকেই হৃদরোগে ভুগছিলেন তিনি। সঙ্গে লিভারের দুরারোগ্য ব্যাধিতেও আক্রান্ত হয়ে পড়েন।
গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হওয়ার বিধাননগরের ওই হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজনীতিতে বরাবর তিনি রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। তিনি দুর্গাপুর পুরসভায় দুবার কাউন্সিলর নির্বাচিত হন। গত পুরভোটে ৮ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে তিনি পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিকালে তাঁর দেহ পুরসভায় এনে শেষ শ্রদ্ধা জানানো হয়। মালা দিয়ে তাঁর প্রিয় মৃগেনকাকুকে শ্রদ্ধার্ঘ্য জানান পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়। মাল্যদান করেন কমিশনার আবুল কালাম আজাদ, প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, ধর্মেন্দ্র যাদব, রাখি তিওয়ারি, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল সহ পুরসভার প্রাক্তন কাউন্সিলররা।
ছাত্র রাজনীতির সুবাদে মৃগেনবাবুর সঙ্গে কলেজ জীবন থেকে ঘনিষ্ঠতা এমএএমসি মডার্ন হাইস্কুলের প্রিন্সিপ্যাল তরুণ ভট্টাচার্যের। তিনি জানান, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের সূত্রেই মৃগেনবাবুর সঙ্গে পরিচয় হয়। ঘনিষ্ঠতা বাড়ে। মৃগেনবাবুর মায়ের পারলৌকিক ক্রিয়ার সময় সুব্রতবাবুর সঙ্গে তরুণবাবুও দীর্ঘক্ষণ উপস্থিত ছিলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।