পশ্চিম বর্ধমানে প্রার্থী তালিকা প্রকাশ করে দিল সিপিএম

দুর্গাপুর দর্পণ, রানিগঞ্জ, ৯ জুন ২০২৩: রাজ্যে ৮ জুলাই পঞ্চায়েত ভোট। শুক্রবার পশ্চিম বর্ধমানে (Paschim Bardhaman) জেলা পরিষদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিল সিপিএম। জেলা পরিষদের মোট ১৮টি আসনের মধ্যে ১৬টিতে সিপিএম এবং ২টিতে সিপিআই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বামফ্রন্টের বাকি শরিক দলের কাউকে কোনও আসনে প্রার্থী করা হয়নি।
বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার (West Bengal State Election Commission) রাজীব সিনহা সাংবাদিক বৈঠক করে ভোটের নির্ঘন্ট ঘোষণা করেন। তিনি জানান, শুক্রবার থেকেই মনোনয়ন জমা শুরু হবে। ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। ২০ জুন মনোনয়নের প্রত্যাহারের শেষদিন। ভোট গণনা হবে ১১ জুলাই।