দুর্গাপুর দর্পণ, ৪ জুলাই ২০২৪: তৃণমূলের ব্লক সভাপতির বেআইনি মোরাম খাদানে পড়ে ছেলের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এমনই অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) বুদবুদের কোটা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধুষিত বলরামপুর ডাঙায় সাড়ে সাত বছরের বালক সুব্রত সোরেনের মৃত্যু হয় মোরাম খাদানে পড়ে গিয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি খাস জমিতে অবৈজ্ঞানিক পদ্ধতিতে ওই খাদান চলছে। মোরাম খাদান অবিলম্বে বন্ধ না করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী গাঁওতা। আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালনের বিরুদ্ধে সরকারি খাস জমিতে মোরাম খাদান চালানোর অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে মৃত বালকের পরিবার।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দিন কয়েক আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই মোরাম খাদানের জমা জলে পড়ে গিয়ে মৃত্যু হয় সুব্রত সোরেনের। দুঃস্থ পরিবারের সন্তান সুব্রত থাকত মামার বাড়িতে। দিদিমার কাছে। যদিও লালনের দাবি, দলের একাংশ তাঁকে পরিকল্পিত ভাবে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে। তাই মৃত বালকের পরিবারকে ভুল বুঝিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে। তবে গ্রামবাসীদের বক্তব্য, বৃষ্টি হলেই জল জমে খাদানে। ফলে যে কোনও সময় আবারও বিপদ ঘটতে পারে। একমাত্র খাদান বুজিয়ে দিলে তবেই পরিস্থিতি বদলাবে। দ্রুত ব্যবস্থা না হলে আন্দোলন হবে, হুঁশিয়ারি আদিবাসীদের।
কিশোরীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ধুন্ধুমার কান্ড
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।