
দুর্গাপুর: দুর্গাপুরে বহুতল থেকে ছিঁড়ে পড়ল লিফট! আশঙ্কাজনক সেনা জওয়ান। তপোবন সিটির ঘটনা। রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ তুলে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন আবাসিকরা। জখম সেনা জওয়ানের নাম কৃশানু বন্দ্যোপাধ্যায়। তাঁকে বিধাননগরের একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, তপোবন সিটির ৫৮ নম্বর টাওয়ারের পাঁচতলা থেকে লিফটে চেপে নিচে নামছিলেন কৃশানুবাবু। লিফটে চাপা মাত্র তা একেবারে নিচে ছিঁড়ে পড়ে। গুরুতর জখম হন তিনি। নিরাপত্তারক্ষী ও আবাসিকরা লিফটের দরজা ভেঙে ভেতরে ঢুকে কৃশানুবাবুকে উদ্ধার করেন। তাঁকে নিয়ে যাওয়া হয় বিধান নগরের বেসরকারি হাসপাতালে। ঘটনায় চরম ক্ষুব্ধ আবাসিকরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সেখানকার আবাসিক গোপা পাল অভিযোগ করে বলেন, “রক্ষণাবেক্ষণের দিকে নজর নেই আবাসন কর্তৃপক্ষের। এর আগেও একাধিক বার লিফটে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। অভিযোগ জানানোর পরেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবার একেবারে লিফট ছিঁড়ে পড়ল পাঁচতলা থেকে।” তপোবন সিটি আবাসনের সম্পাদক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। এর আগেও একাধিকবার ফাঁকা লিফট ছিঁড়ে পড়েছে। আবাসন কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। আজ এত বড় ঘটনা ঘটে গেল তারপরেও আবাসন কর্তৃপক্ষের দেখা নেই।”
তপোবন সিটি আবাসন কর্তৃপক্ষের সুপারভাইজার উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “যে কোনও দুর্ঘটনাই দুঃখজনক। তবে আমাদের তরফ থেকে রক্ষণাবেক্ষণ করা হয়। আবাসিকদের সমস্যার সমাধানেরও চেষ্টা চালানো হয়। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকেও নজরদারি বাড়ানো হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
