দুর্গাপুর দর্পণ, ২৬ মে ২০২৪: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে (Cyclone Remal) রবিবার বিকালের পরে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়। সন্ধ্যা ছটার পর থেকে দমকা হওয়ার সাথে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। বঙ্গোপসাগর থেকে রেমাল যতই এগিয়ে আসছে উপকূলের দিকে ততই দমকা হওয়ার সাথে সাথে বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার সারারাত এবং সোমবার জুড়ে বৃষ্টিপাত চলবে বলে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর। যদিও দুর্গাপুরে বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই থেমে যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now