বালিজুড়ি পঞ্চায়েতের প্রধান হলেন শিবঠাকুরের স্ত্রী লিপিকা

দুর্গাপুর দর্পণ, বীরভূম, ১০ আগস্ট ২০২৩: বীরভূমের (Birbhum) বালিজুড়ি পঞ্চায়েতের প্রধান হলেন শিবঠাকুরের স্ত্রী লিপিকা মন্ডল। অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বিরুদ্ধে মামলা করেছিলেন শিবঠাকুর। সেই মামলার জেরে অনুব্রতর দিল্লি যাত্রা কয়েকদিন পিছিয়ে যায়। শিবঠাকুরের স্ত্রীকে এবারের পঞ্চায়েতের টিকিট দিয়েছিল তৃণমূল (TMC)। তিনি জয়ী হন।এবার বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানও হলেন তিনি।
বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মোট ১৪ টি আসনের মধ্যে ৭টি তৃণমূল, ১টি নির্দল ও ৬টি বিজেপি পায়। পরে জয়ী নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেন। ফলে তৃণমূলের আসন হয় ৮টি। প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে ২০১৮ পর্যন্ত বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন শিবঠাকুর। এবার সেই পদে বসলেন তাঁর স্ত্রী।