খিচুড়িতে ভাপা টিকটিকি, চাঞ্চল্য এলাকায়

দুর্গাপুর দর্পণ, বাঁকুড়া, ২৬ মে ২০২৩: বাঁকুড়ার (Bankura) ইন্দপুর ব্লকের হাটগ্রাম উপর পাড়া আইসিডিএস কেন্দ্রের গরম খিচুড়িতে টিকটিকি পাওয়া গেল। ওই খাবার খেয়ে হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় ২২ জন শিশু। শুক্রবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা জানান, অন্যান্য দিনের মতো শুক্রবার সকালে তাঁরা কেন্দ্রের রান্না করা খিচুড়ি নিয়ে বাড়ি গিয়েছিলেন।
বাড়িতে খাওয়ার সময় এক শিশুর মা দেখতে পায় খাবারের মধ্যে টিকটিকি পড়ে রয়েছে। টিকটিকি পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ায় খাবারে বিষক্রিয়া হয়েছে বলে মত অভিভাবকদের। খবর ছড়িয়ে পড়তেই দ্রুত শিশুদের নিয়ে স্থানীয় হাটগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর কয়েকজন শিশুকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এই কেন্দ্রে শিশু ও প্রসূতি মিলিয়ে কম বেশি ৬০ জন পরিষেবা নেয়। খাবার রান্নার সময় কীভাবে খিচুড়িতে টিকটিকি এল তা নিয়ে প্রশ্ন তুলছেন শিশুর অভিভাবকরা।