দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ আগস্ট ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা ব্লকের মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া এলাকা থেকে বেসরকারি কলেজ মোড় পর্যন্ত প্রায় এক কিমি রাস্তার ভয়াবহ দশা। দেখলে রাস্তা বলে মনে হয় না। জল দাঁড়িয়ে আছে ডোবার মতো। জল-কাদায় ভরা রাস্তা। সমস্যায় স্থানীয় বাসিন্দারা। অ্যাম্বুল্যান্স ঢোকে না। কেউ অসুস্থ হলে চরম সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। কলেজের পড়ুয়াদের অনেকে সেখানে ভাড়া থাকে। তারাও কলেজ যেতে পারে না এই রাস্তা দিয়ে। অনেকখানি ঘুরে যাতায়াত করতে হচ্ছে তাদের।
এই বেহাল রাস্তার জন্য ডাঙাপাড়া ও সুঁড়ি পাড়ার শতাধিক পরিবার বিপাকে পড়েছেন। কাঁচা রাস্তার দুই পাশে আগাছা। সাপের আতঙ্ক বাড়ছে। গ্রামের অধিকাংশ মানুষ গরু, ছাগল পালন করে জীবিকা নির্বাহ করেন। বাসিন্দারা বলেন, তাঁরা শুধু রাস্তা পাকা হওয়ার গল্প শুনছেন। কিন্তু কাজের কাজ কিছু হয় না। একশো দিনিরে কাজে একবার মাটি দেওয়া হয়েছিল। মাঝে মাঝে কিছু ইট ফেলে দেওয়া হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তা ১০ লক্ষ টাকা ব্যয়ে পাকা করার জন্য একবার টেন্ডার ডাকা হয়েছিল। কিন্তু টেকনিক্যাল কারণে সমস্যা দেখা দেওয়ায় কাজ শুরু হয়নি। ফের টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান পাকুমনি সোরেন। গ্রামবাসীদের আশা, এবার হয়তো সমস্যা মিটবে। গ্রামের বাসিন্দা তাপস লোহার, অজিত রুইদাস বলেন. প্রায় পাঁচশো বাসিন্দা রয়েছেন এলাকায়। সবাই ভুগছেন। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।