আর পরিচিত হকারদের দেখতে পাবেন না লোকাল ট্রেনে

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ জুন ২০২৩: এবার রোজগার হারানোর পথে লোকাল ট্রেনের হকাররা। এবার হাওড়া (Howrah), শিয়ালদহ (Sealdah) ডিভিশনের ট্রেনগুলি থেকে হকার উচ্ছেদ করতে চলেছে রেল। এছাড়া প্ল্যাটফর্ম থেকেও হকার উচ্ছেদ করা হচ্ছে। কারণ এবার থেকে হকারি করা হবে কর্পোরেট সংস্থার মাধ্যমে। নয়ডার একটি সংস্থার সঙ্গে এজন্য রেল চুক্তিবদ্ধ হয়েছে।
বর্ধমান থেকে বিভিন্ন লোকালে চিপস, বাদাম সহ অন্যান্য সামগ্রী বিক্রি শুরু করে দিয়েছেন ওই সংস্থার লোকজন। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে প্রায় দেড়-দু’লক্ষ হকার রয়েছেন। ট্রেনে হকারি বন্ধ হলে এত পরিবারের রোজগার চলে যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কর্পোরেট সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন হকাররা। তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে আইএনটিটিইউসি।