অজয়ের সেতুর উদ্বোধন হয়নি, তবু চলছে ঝুকির যাতায়াত

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সেতুর দুই দিক খোলা। মাঝে ইটের স্তুপ দিয়ে বন্ধ রাস্তা। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার শিবপুরে অজয়ের নয়া সেতুতে ঝুঁকির পারাপার বাইক আরোহীদের। ক্ষুব্ধ স্থানীয়রা। বীরভূমের জয়দেব ও পশ্চিম বর্ধমানের শিবপুরের মাঝে অজয়ের উপরে সেতু নির্মাণ করা হয়েছে। খরচ হয়েছে প্রায় ১০২কোটি ২৫লক্ষ। সেতুতে নীল সাদা রং করা হয়েছে। পথবাতি লাগানো হয়েছে। তবে এখনও সামান্য কিছু কাজ বাকি আছে।
তবে দেখা যাচ্ছে কাঁকসার শিবপুরের দিক থেকে এবং বীরভূমের জয়দেবের দিক থেকে অনেকেই সেতু দিয়ে বাইক, স্কুটি এবং চার চাকার গাড়ি নিয়ে যাতায়াতের চেষ্টা করছেন। যাতায়াত বন্ধ করতে সেতুর মাঝে ভাঙা ইটের স্তূপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা। তবু ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে বাইক চালকদের। তবে টোটো, অটো ও চার চাকার গাড়ি যাচ্ছে ঘুর পথে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্থানীয়দের অভিযোগ, সেতুর দুই পাশ খোলা হল। অথচ মাঝে বন্ধ করা হয়েছে। গাড়ি নিয়ে যেতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। সেতু শুরুর দুই পাশে কেন বিজ্ঞপ্তি দিয়ে চলাচল নিষিদ্ধ করা হচ্ছে না? নরেশ গরাই নামের বাইক আরোহীর অভিযোগ, “অজয়ের অস্থায়ী সেতুতে যানজট আর ধুলোর দাপট। সেই জন্য নতুন সেতু দিয়ে যাতায়াত করছি। কিন্তু মাঝে যেভাবে ইটের স্তুপ করা হয়েছে তাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়তে হতে পারে। আমরা চাইছি, তাড়াতাড়ি এই ইট সরানো হোক।” কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, “এখনও কিছুটা কাজ বাকি রয়েছে। উদ্বোধনও হয়নি। সেইজন্য সেতুর দিয়ে গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না। সেতু শুরুর দুই প্রান্তেই ব্যারিকেড করা ছিল। মানুষ ব্যারিকেড খুলে চলে যাচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

