দুর্গাপুর দর্পণ, ২০ মে ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (DSP) সম্প্রসারণ প্রকল্পের জন্য হাজার হাজার অবৈধ দখলদারদের উচ্ছেদ নোটিশ দিয়েছেন ডিএসপি কর্তৃপক্ষ। পুনর্বাসনের দাবি জানিয়ে আন্দোলন করছেন সেই সব বাসিন্দারা। আপাতত ডিএসপির ফাঁকা জায়গা পাঁচিল দিয়ে ঘেরার কাজ শুরু করেছেন কর্তৃপক্ষ। কিন্তু সে কাজ করতে গিয়েও বার বার বস্তিবাসীদের বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ।
সোমবার ফের দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের তামলা এলাকায় পাঁচিলের কাজ দেখতে গিয়ে বাধার মুখে পড়তে হল ডিএসপির আধিকারিকদের। স্থানীয়দের এবং তৃণমূল কর্মীদের সঙ্গে দফায় দফায় বচসা হয় তাঁদের। ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত তাঁরা চলে যান এলাকা ছেড়ে। এলাকার তৃণমূল নেতা দীনেশ যাদব দাবি করেন, ডিএসপির পাঁচিলের জন্য বস্তিবাসীদের বাড়ি থেকে বেরোতে সমস্যায় পড়তে হবে। তা মেনে নেওয়া হবে না।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
যতক্ষণ কোনও বিকল্প ব্যবস্থা না হচ্ছে, ততক্ষণ কাজ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দীনেশ। ডিএসপি কর্তৃপক্ষ জানিয়েছেন, নিজেদের জায়গা ঘিরতে গিয়েও বার বার বাধার মুখে পড়তে হচ্ছে। ডিএসপির মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় বলেন, একটা ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ডিএসপি কর্তৃপক্ষ নিয়ম মেনেই পাঁচিল দিচ্ছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।