তৃণমূল করেও কাজ মিলছে না, নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন কর্মীরা
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ফের বহিরাগত ইস্যুতে ধুন্ধুমার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সগরভাঙার বেসরকারি কারখানায়। কাজের দাবিতে কারখানার মূল গেট বন্ধ করে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, স্থানীয়দের উপেক্ষা করে বহিরাগতদের চাকরি দেওয়া হয়। কারখানার মূল গেট আটকে দিয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা। শেষ পর্যন্ত সমাধান সূত্র কিছু বের হয়নি। তবে দশ দিনের মধ্যে বহিরাগতদের বের করে না দিলে দুটি ওয়ার্ডের স্থানীয় লোকজনদের নিয়ে দলীয় কর্মীরা পরিবার পরিজন নিয়ে কারখানার গেটের সামনে অবস্থান শুরু করে দেবেন, এমন পোস্টার কারখানার গেটে সাঁটিয়ে দেন তাঁরা।
দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়ে স্থানীয় বেকারদের অভিযোগ, ভোটের সময় কাজ করিয়ে নিচ্ছে দল। আর কাজের বেলায় বহিরাগতরা ঢুকে পড়ছে কারখানায়। তাঁরা ১৩-১৪ বছর ধরে কাজ না পেয়ে কারখানা গেটের সামনে দলীয় ঝান্ডা নিয়ে আন্দোলন করতে বাধ্য হয়েছেন। বিক্ষোভের জেরে কারখানার ভেতরে কর্মীরা আটকে পড়েন দীর্ঘক্ষণ। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ পৌঁছায়। কিন্তু আন্দোলনে অনড় থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। শেষ পর্যন্ত পোস্টার সাঁটিয়ে গেট ছাড়েন আন্দোলনকারীরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তৃণমূলের ঝান্ডা হাতে বিক্ষোভে সামিল হয়ে শেখ আলিজা বলেন, “গত ১৩-১৪ বছর ধরে তৃণমূল করছি। কাজ পাইনি। অথচ বহিরাগতরা দিব্যি কাজ করছে। একাধিকবার কারখানা কর্তৃপক্ষর কাছে আবেদন করেছি। স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বের কাছেও আবেদন করেছি। কাজের কাজ কিছুই হয়নি। তাই আমরা বাধ্য হয়ে কারখানার সামনে বিক্ষোভে সামিল হয়েছি।” ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার সুনীল চ্যাটার্জী আন্দোলনের প্রতি তাঁর নৈতিক সমর্থন রয়েছে বলে জানিয়ে দ্রুত কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছেন। এভাবে গেট আটকে শাসক দলের আন্দোলনকে কার্যত শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।