দুর্গাপুর দর্পণ, ২৮ জুন ২০২৪: সার কারখানা গড়ে উঠেছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড়ে। স্থানীয় জমিদাতাদের দেওয়া শিল্পতালুকে কারখানা। অথচ তাঁদের বঞ্চিত করে বাইরে থেকে লোক এনে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ জমিদাতাদের। স্থানীয় জমিদাতারা চাকরি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে শনিবার বুদবুদের কোটায় বহিরাগতদের আটকে দিয়ে বেসরকারি সার কারখানার সামনে স্থানীয়দের নিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসি নেতৃত্বের একাংশর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তৃণমূলের প্রভাবশালীদের একাংশের মদতে এই কাজ চলছে বলে ওই বেসরকারি সার কারখানার আইএনটিটিইউসি ইউনিয়নের সাধারণ সম্পাদকের অভিযোগ। সব মিলিয়ে এদিন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পানাগড় শিল্পতালুকে।
জমি দিয়েও চাকরি মেলেনি। অথচ টাকার বিনিময়ে দিব্বি বহিরাগতরা কাজ করছে কারখানায়। এই অন্যায় আর চলবে না। প্রতিবাদে বুদবুদের কোটা সংলগ্ন পানাগড় শিল্পতালুকে বেসরকারি সার কারখানার সামনে স্থানীয় বঞ্চিত জমিদাতাদের নিয়ে তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বের একাংশ। বহিরাগতদের ঢুকতে বাধা দেন আন্দোলনকারীরা। বেসরকারি সার কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক বিদেশ চ্যাটার্জীর বিস্ফোরক অভিযোগ, দলেরই প্রভাবশালীদের একাংশের মদতে এই আর্থিক লেনদেন চলছে এবং কর্তৃপক্ষ নিশ্চিন্তে বাইরের লোক ঢুকিয়ে যাচ্ছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
বিতর্কের সূত্রপাত শুক্রবার। এইদিন শ্রমিকদের বেতন বৈষম্য, স্থানীয়দের চাকরি সহ বেশ কিছু দাবিদাওয়া নিয়ে বেসরকারি সার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যান আউশগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ কোনার। অভিযোগ, কারখানার এক সুপার ভাইজার হেনস্থা করে এই তৃণমূল শ্রমিক নেতাকে। সুপার ভাইজার দলেরই প্রভাবশালী কোনও নেতার অনুগামী হিসাবে পরিচিত। তাই তার এত সাহস! শনিবার সকাল থেকে সার কারখানার সামনে ইন্দ্রজিৎ কোনারের অনুগামীরা কারখানার গেটে স্থানীয় বঞ্চিত জমিদাতাদের নিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়। বহিরাগত শ্রমিকদের আটকে দেয় আন্দোলনকারীরা।
আগে চাকরি দিতে হবে। বহিরাগতদের বের করে দিতে হবে। নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ওই সুপার ভাইজারকে। এমন দাবি নিয়ে সরব হয় আন্দোলনকারীরা। যদিও এটা তৃণমূলের কোন কিছু নয়, স্থানীয়রা হকের দাবিতে গেটে এসেছে। দল নায্য আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। এর চেয়ে বেশি কিছু নয়। এমন দাবি করেন ইন্দ্রজিৎ কোনার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বুদবুদ থানার পুলিশ। শান্ত করার চেষ্টা করে আন্দোলনকারীদের। কিন্তু যতক্ষণ না দাবিগুলির নিষ্পত্তি হচ্ছে, আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সকাল আটটা থেকে শুরু হওয়া এই আন্দোলন একটা সময় উত্তেজনার চরমে পৌঁছায়। কারখানার মূল গেটের সামনে এসে বিক্ষোভ শুরু করে দেয় আন্দোলনকারীরা। পুলিশ এসে কারখানার ভেতর ঢুকে সামাল দেয় পরিস্থিতি।
এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের শিল্পতালুকে তৃণমূল শ্রমিক সংগঠনের অন্দরের দ্বন্দ্ব সামনে চলে এল বলে মনে করা হচ্ছে। এই ইস্যুতে সুর চড়িয়েছেন বিজেপি নেতৃত্ব। যদিও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, আলোচনা চলছে, সমস্যা মিটে যাবে তাড়াতাড়ি। কিন্তু আন্দোলনকারীরা বলছেন কোটা, সোঁয়াই, পন্ডালি, নতুন গ্রাম সহ আশপাশ গ্রামের বাসিন্দারা জমি দিয়েছিলেন পানাগড় শিল্পতালুকের জন্য। এখন তারাই যদি বঞ্চিত হয় আর বহিরাগতরা টাকা দিয়ে চাকরি করে তাহলে আরও বৃহত্তর আন্দোলন হবে, এমনটাই দাবি স্থানীয়দের।
প্রায় ১৯ লক্ষ টাকার অভিনব প্রতারণা, ওড়িশা থেকে দম্পতিকে উঠিয়ে নিয়ে এল কাঁকসা থানার পুলিশ
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।