সোমবার ভোরে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা
দুর্গাপুর দর্পণ, জামুড়িয়া, ২২ জুলাই ২০২৪: সোমবার ভোরে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) জামুড়িয়ায় ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জাতীয় সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি মাল বোঝাই দশ চাকা লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে অপর এক দশ চাকার লরি ধাক্কা মারে। দুটি লরির মাঝে গুরুতর জখম অবস্থায় আটকে যান পিছনের লরির চালক। ক্রেন এনে লরি সরিয়ে চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কের চাঁদা ও বোগড়ার মাঝে কালী মন্দিরের সামনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ১৯ নম্বর জাতীয় সড়কের একাংশ অবরুদ্ধ হয়ে পড়ে। জানা গিয়েছে, তুষ বোঝাই লরিটি উত্তর প্রদেশ থেকে কলকাতার দিকে যাচ্ছিল। অপরদিকে বিকল হয়ে থাকা লরিটি রাস্তার মাঝে দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সেই লরির চালক ও খালাসি পালিয়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যায় শ্রীপুর ফাঁড়ির পুলিশ, ট্রাফিক বিভাগ ও জাতীয় সড়কের উদ্ধারকারী দল।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। লরির মধ্যে আটকে থাকা চালককে দুটি ক্রেনের সাহায্যে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আশঙ্কাজনক অবস্থায় কেবিন থেকে উদ্ধার করা সম্ভব হয়। আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তাঁকে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি লরিকে সরিয়ে জাতীয় সড়ক যানজট মুক্ত করে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।